• শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

বীরগঞ্জে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

মো. তোফাজ্জল হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;?brp_mask:0;?brp_del_th:null;?brp_del_sen:null;?delta:null;?module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

দিনাজপুরের বীরগঞ্জে কৃষক পর্যায়ে ধানের পুষ্টি উপাদান সরবরাহ ও রোগ দমনে ট্রাইকো-কম্পোস্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি জনপ্রিয়করণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) বেলা ১১ টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ও সিএসও ড. কাজী শিরীন আখতার জাহান, এসএমও ড. মোঃ রেজওয়ান ভূইয়া, পিএসও ড. মোঃ শাখায়াত হোসেন এবং বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। এর পরে বর্ষা বাজারে ধানের সমন্বিত রোগ দমন ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।ট্রাইকো-কম্পোষ্ট এবং ব্রি উদ্ভাবিত প্রযুক্তি উদ্ভাবক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. কাজী শিরীন আখতার জাহান জানান, এই সার ব্যবহারে ধান আবাদে শতকরা প্রায় ৫০ ভাগ পটাশ সার সাশ্রয় করা সম্ভব। শুধু তাই নয়, এই সার ব্যবহারে ধানের রোগ বালাই কম হয়। ফলশ্রুতিতে ট্রাইকো-কম্পোষ্ট ব্যবহারে পটাশ সার সাশ্রয় সহ ছত্রাকনাশক এর ব্যবহারও কমবে, যা নিরাপদ খাদ্য ও মাটির স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তিনি আরো জানান, ব্রি ধানের ব্লাস্ট দমনে সঠিক সময়ে সঠিক মাত্রায় ট্রাইসাইক্লাজল গুণের ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে সফল ভাবে কৃষক পর্যায়ে ধানের ব্লাস্ট রোগ দমন করতে সক্ষম হয়। উক্ত মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষণের মাধ্যমে ট্রাইকো-কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!