বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-ঠাকুরগাঁও জেলার উদ্যোগে কৃষক-কৃষানীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২ মে-২০২৫ বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে দিনব্যাপী হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ৩০ জন কৃষক-কৃষানীদের নিয়ে নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণের অংশ হিসেবে মাঠ উদ্যান ও তৈল জাতীয় বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ ছাবের আলম, আশা’র এগ্রি উইং এর প্রশিক্ষক মোঃ শামসুদ্দিন, উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধণ করেন আশা ঠাকুরগাঁও রাণীশংকৈল জেলার সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ একরামুল হক।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আশা-ঠাকুরগাঁও (রাণীশংকৈল) জেলার আরএম,এসই ও বিএমগণ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।