• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খানসামা উপজেলার শ্রেষ্ঠ কৃষক মকবুল হোসেন

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

২০২৪-২৫ অর্থ বছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এই প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ কৃষক হিসেবে ভেড়ভেড়ী গ্রামের মকবুল হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম ফারুক আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আফজাল হোসেন।

এসময় আরো বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মো: আসাদুজ্জামান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: আনিছুজ্জামান।

বক্তারা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।

কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!