• শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার সমাবেশ অনুষ্ঠিত

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

প্রতিষ্ঠিত হোক প্রকৃত ভূমিহীনদের ভূমিতে অধিকার ও মানবাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমির সংস্কার বিষয়ে ভূমিহীনদের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পৌরশহরের শালবন মিলনায়তনে বীরগঞ্জ-কাহারোল ভূমিহীন জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পরিষদের সভাপ্রধান অমূল্য চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, থানার ওসি তদন্ত শিহাব উদ্দিন, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডিএ এর নির্বাহী পরিচালক শাহ মুবিন জিন্নাহ, উপ-পরিচালক আলিউল রাজী, ফিল্ড কোর্ডিলোটর মোঃ জাহিদুর রহমান, আঞ্চলিক সমন্বয়ক সন্তোষ কুমার রায়, সাবেক জেলা ভূমিহীন সমন্বয়ক কমিটির সভাপ্রধান গোলাম মোস্তফা তারা, জেলা ভূমিহীন সমন্বয়ক কমিটির সভাপ্রধান লুৎফর রহমান, জন-নারী ঐক্য পরিষদের সভাপ্রধান শাহিনা আকতার, পাইকপাড়া ইউনিটের সভাপ্রধান কমলা কান্ত, জয়নন্দ ইউনিটের সভাপ্রধান হীরালাল বর্মন, কোমরপুর ইউনিটে সভাপ্রধান নরেন দাস, গোলাপগঞ্জ ইউনিটের সভাপ্রধান জিতেন্দ্র নাথ রায় প্রমূখ।
সভা শেষে বীরগঞ্জ-কাহারোল উপজেলার গ্রামীণ ভূমিহীন, কৃষি শ্রমজীবি ও ভূমিহীন মানুষের জীবন জীবিকায় সাম্যতা, ন্যায্যতা ও মর্যাদার দেশগঠনে জনমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনির্দিষ্ট ১৪ দফা দাবি তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করে ঐক্য পরিষদের সদস্যরা।
এর আগে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১৭টি ইউনিয়নের ১৭জন ইউনিয়নের ভূমিহীন কমিটির সমন্বয়ক সভাপ্রধান গ্রাম সহায়কবৃন্দ সহ প্রায় ৩৫০ জন ভূমিহীন নারী পুরুষ জনসমাবেশে অংশ নেয়।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!