দিনাজপুরের বিরল উপজেলার পাট চাষীদের নিয়ে উন্নত প্রযুক্তির পাট বীজ উৎপাদনে চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ, বাংলার পাট বিশ্বমাত শিরোনামে” উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” ১ম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতয় পাট উৎপাদন চাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা পাট কর্মকর্তা অসীম কুমার মালাকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. জাফর ইকবাল, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম।
এসময় উপজেলার উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সুভাস চন্দ্র বর্মণের পরিচালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী, জনপ্রতিনিধি।