দিনাজপুরের বিরলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বিরল উপজেলা পরিষদ হল রুমে খামাড় বাড়ি, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিরল উপজেলার প্রতিটি ইউনিয়নের উদ্যোক্তাদের উপস্থিতিতে মাশরুম চাষের পদ্ধতি, প্রশিক্ষন, পরিকল্পনা, বাজারজাত, সফলতা, দৈনন্দিন ব্যবহার, খাদ্যাভাস, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে উদ্যোক্তাদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।
বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে ও বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান, জেলা সিনিয়র বিপনন কর্মকর্তা মোঃ রবিউল হাসান, কৃষি প্রকৌশলী আবু শামস বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা হক আঁখি প্রমুখ।
মাঠ দিবসে উদ্যোক্তাদের উপস্থিতিতে মাশরুম চাষের পদ্ধতি, প্রশিক্ষন, পরিকল্পনা, বাজারজাত, সফলতা, দৈনন্দিন ব্যবহার, খাদ্যাভাস, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা শেষে ২ জন উদ্যোক্তার মাঝে ভ্যান গাড়ী তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : হাবিব আহমেদ হোচী
নির্বাহী সম্পাদক : আব্দুর রাজ্জাক
-:সম্পাদকীয় কার্যালয়:-
ঢাকা অফিস: ৬৬৬/১, ইব্রাহিমপুর (আশীদাগ), কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
দিনাজপুর অফিস: উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল: [email protected]
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৬৩০ ৮০৯৮৯৮
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫