দিনাজপুরের বীরগঞ্জে কৃষকের আড়াই বিঘা জমির করলা ও ঝিঙ্গা রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ।
গেল বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই এলাকার মাস্টারপাড়া গ্রামের আবুল কালাম আজাদের এই ঘটনাটি ঘটে।
দিনমুজুর জোহরা বেগম বলেন, আমি প্রায় ২ মাস থেকে এখানে কাজ করছি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ করে বাড়িতে গিয়েছিলাম আর সকালে ক্ষেতে এসে দেখি যে করলা ও ঝিঙ্গার গাছগুলো শুকিয়ে গেছে। তা দেখে আমরা সবাই কান্না করেছি। যারাই এমন করুক তাদের আমরা বিচার ও শাস্তি চাই।
পার্শ্ববর্তী গ্রামের আব্দুল মালেক বলেন, আমি খবর পেয়ে দেখতে এসেছি। আড়াই বিঘা জমির সব গাছগুলি একটা একটা করে কেটে দিয়েছে। এমন নৃশংস ঘটনা যে ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দরকার।
ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বলেন, আমার ৬ বিঘা জমির মধ্যে আড়াই বিঘা জমির ঝিঙ্গা ও করলার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কারো সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নাই। আমি কোনো দিন কারো ক্ষতি করিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছে কৃষক।