২০২৪-২৫ অর্থবছরের এসএসিপি-রেইনস শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় এক দিনব্যাপী খামারী যুবক-যুবতীদের ইন্ডিভিজুয়াল মডেল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন খামারী যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির, এসএসিপি-রেইনস প্রকল্পের জুনিয়র মনিটরিং অফিসার হেমন্ত রায়সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও ব্যক্তি উদ্যোগে সফল খামার গড়ার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : হাবিব আহমেদ হোচী
নির্বাহী সম্পাদক : আব্দুর রাজ্জাক
-:সম্পাদকীয় কার্যালয়:-
ঢাকা অফিস: ৬৬৬/১, ইব্রাহিমপুর (আশীদাগ), কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
দিনাজপুর অফিস: উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল: [email protected]
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৬৩০ ৮০৯৮৯৮
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫