দিনাজপুরের কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২মে’২৫) বেলা ১২টার দিকে কাহারোল উপজেলায় সরকারি খাদ্য গুদামে চলতি ইরি-বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহীন রানা, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল মান্নান, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুননবী, উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ হবিবুর রহমান (হবি), কৃষক মোঃ শাহজাহান আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদ কর্মীরা। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ সাইফুননবী জানান, চলতি ইরি-বোরো মৌসুমে অত্র উপজেলায় সরকারি খাদ্য গুদামে প্রতি কেজি ধান ৩৬টাকা দরে ৪০২ মেঃটন এবং প্রতি কেজি চাল ৪৯টাকা দরে ১০৪২ মেঃটন ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন খাদ্য বিভাগের পক্ষ থেকে।